চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃ্ত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন
পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)
পিতা ও মাতার ডিজিটাল জন্ম সনদের কপি (বাধ্যতামূলক)
একটি মোবাইল নাম্বার
শিশুর বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে:
চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি
পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)
পিতা ও মাতার ডিজিটাল জন্ম সনদের কপি (বাধ্যতামূলক)
একটি মোবাইল নাম্বার
আবেদনকারীর বয়স ৫ বছরের উর্ধে হলে:
বয়স প্রমাণের জন্য মেডিক্যাল সার্টিফিকেট অথবা JSC/SSC/সমমান পরীক্ষার সার্টিফিকেট
পিতা ও মাতার ডিজিটাল জন্ম সনদের কপি (বাধ্যতামূলক)। /জন্ম তারিখ ০১/০১/২০০১ এর পূর্বে হলে পিতা ও মাতার ডিজিটাল জন্ম সনদ না থাকলেও আবেদন করা যাবে
একটি মোবাইল নাম্বার
আবেদন করার সময় কি কোনো ফাইল আপলোড করতে হবে?
হ্যাঁ, ইপিআই কার্ড বা হাসপাতালের প্রত্যয়নপত্র এবং ট্যাক্স পরিশোধের রশিদের স্কান কপি। ফাইলের সাইজ ১০০ KB এর মধ্যে হলে আপলোড দ্রুত হবে
আবেদনের পর কি করতে হবে?
আবেদন পত্রটি প্রিন্ট করুন যদি আপনার প্রিন্টার না থাকে তাহলে আবেদন পত্রটির PDF সেভ করুন তারপর যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করুন এবং আপনার নিবন্ধন কার্যালয়ে (পৌরসভা /ইউনিয়ন পরিষদ /সিটি কর্পোরেশন) যোগাযোগ করুন।